মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফ্রান্স ট্যুরে যাচ্ছে ব্যান্ডদল শিরোনামহীন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০২ এএম

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’ এবার কনসার্ট করতে যাচ্ছে ফ্রান্সে। আগামী ২৬ জুন প্যারিসের স্তাঁ স্টেডিয়ামে উন্মুক্ত কনসার্টে গাইবে দলটি। একটি ভিডিও বার্তার মাধ্যমে দলটি এ খবর জানিয়েছে। এর আগেও প্যারিসে কনসার্ট করেছে শিরোনামহীন। তিন মাস আগে তারা প্যারিস ট্যুর করেছেন। তখন অডিটোরিয়ামে গান গেয়েছেন। তবে এবারের আয়োজন হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট। ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ শিরোনামের এই কনসার্টের আয়োজন করছে আফিওরা। বাংলাদেশ ও ফ্রান্সের ৫০ বছরের কূটনৈতিক স¤পর্ক উদযাপন করতে এবং ভবিষ্যতে আরো সুদৃঢ় করার প্রত্যয়ে কনসার্টের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। ইভেন্ট প্রতিষ্ঠান আফিওরা প্রত্যাশা করছে, প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ খুঁজে পাবে দর্শক-শ্রোতারা। আয়োজক রাব্বানী খান জানান, ইভেন্টের প্রায় দেড় মাস আগে এই কনসার্ট ভেন্যুর ধারণ ক্ষমতার স¤পূর্ণ টিকিট অগ্রিম বুকড হয়ে গেছে। শিরোনামহীন ব্যান্ডের প্রধান জিয়াউর রহমান জানান, এই কনসার্টে অংশ নিতে তারা আগামী ২৪ জুন দেশ ত্যাগ করবেন। কনসার্ট অনুষ্ঠিত হবে ২৬ জুন। এরপর এত্রিতাত, জিয়োল্ড, আমস্টারডাম ও প্রাগ শহরে কনসার্ট করবেন। আগামী ১০ আগস্ট দেশে ফিরবেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন