শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিলেটে বন্যাদুর্গতদের কি সহায়তা দিচ্ছেন অনন্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০১ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল আগামী ২৫ জুন সিলেটের বন্যা দুর্গত এলাকায় যেতে পারেন। তিনি এখন থাইল্যান্ডে আছেন। সেখান থেকে ২৩ জুন ফিরবেন। ফিরে সিলেটে বন্যাদুর্গতদের সহায়তায় কর্মরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। অনন্তর সাথে যোগাযোগ করলে থাইল্যান্ড থেকে তিনি বলেন, আমরা ইতোমধ্যে বন্যার্তদের খাদ্যসামগ্রীর জন্য ৩০ লাখ টাকা প্রদান করেছি। এর পাশাপাশি বন্যার্তদের উদ্ধারে একটি রেসকিউ টিম বা উদ্ধারকারী দল গঠন করেছি। আমাদের কোম্পানিটি যেহেতু পুরোপুরি কমপ্লায়েন্স, তাই আমাদের এখানে দুর্যোগ মোকাবেলার জন্য দক্ষ রেসকিউ টিম রয়েছে। এই টিম আমরা দুর্গত এলাকায় পাঠাচ্ছি। সিলেট ও সুনামগঞ্জে অনেক দুর্গম এলাকা রয়েছে, সেখানে অনেক মানুষ পানিবন্দী হয়ে থাকতে পারে। তাদের উদ্ধারের জন্য ঢাকা থেকে আমরা ট্রলার, ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যাচ্ছি। আমাদের রেসকিউ টিম সেসব এলাকায় ঘুরে দুর্গতদের উদ্ধার করে নিয়ে আসবে। এছাড়া দুর্গতদের জন্য মোমবাতি, হারিকেন এবং হারিকেন জ্বালানোর জন্য এক-দুই লিটার করে কেরোসিন তেল দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন