বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সবারই বন্যায় কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো উচিৎ-ডিপজল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০১ এএম

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল বছরজুড়েই চলচ্চিত্রসহ সমাজের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সহায়তার হাত বাড়িয়ে দেন। অসংখ্য মানুষ তার দ্বারা উপকৃত হন। নীরবেই তিনি এ কাজটি করেন। তার কথা হচ্ছে, ‘ডান হাতে দান করলে, বাম হাত যাতে না জানে’ এই নীতি মেনে চলার চেষ্টা করি। কারো জন্য কিছু করলে এবং তা বললে, ‘জাহির’ করা হয়। এটা আমার পছন্দ না। আর এটা ঘোষণা দেয়ারও কিছু নয়। তবে যাদের সামর্থ্য আছে, তাদের উচিৎ অসহায় ও সমস্যায় থাকা মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানো। এদিকে ডিপজল, সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার সাথে যোগাযোগ করলে বলেন, সবারই বন্যায় কষ্টে থাকা মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানো উচিৎ। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা যদি সর্বস্বহারা মানুষগুলোর এই মহাবিপদে সহায়তার হাত বাড়িয়ে না দিই, তাহলে মানবতা বলে কিছু থাকে না। এক্ষেত্রে প্রত্যেকেরই এগিয়ে আসা দরকার। শুধু একা সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। মানুষ হিসেবে মানুষের বিপদে পাশে থাকাই মনুষত্বের পরিচায়ক। ডিপজল সিলেটের বান্যার্তদের জন্য কি সহযোগিতা করছেন তা প্রকাশ্যে বলতে না চাইলেও জানা গেছে, তিনি দশ ট্রাক খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন। এই দশ ট্রাকের মধ্যে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে দুর্গত এলাকায় পাঠানো হবে। গতকাল থেকে এই খাদ্যসামগ্রী পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার। চিঁড়া, মুড়ি, গুড়, বিস্কিটসহ অন্যান্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। তিনি জানান, রান্না করে খাওয়ার জন্য খাদ্যসামগ্রী দিতে চেয়েছিলেন, কিন্তু সব ডুবে যাওয়ায় সেখানে রান্না করার জায়গা না থাকায় শুকনো খাবার পাঠিয়েছেন। তিনি উত্তরাঞ্চলের বন্যার্তদেরও সহযোগিতার উদ্যোগ নিচ্ছেন বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন