শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জমিয়াতুল মোদার্রেছীনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০০ এএম

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের যেসকল জেলা-উপজেলা বন্যার পানিতে প্লাবিত এলাকার মানুষের জন্য আল্লাহর রহমত কামনা করেছে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।

একই সাথে বন্যাকবলিতদের মাঝে যারা স্বজন হারিয়েছেন, ঘর-বাড়িসহ মূল্যবান সম্পদ নষ্ট হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, আল্লাহ রব্বুল আলামীন বিভিন্ন সময়ে মানুষকে বিপদাপদ, বালা-মুছিবতের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। চলমান দুর্যোগে ধৈর্য্যহারা না হয়ে বরং ধৈর্য্যধারণ করে আল্লাহর সহযোগিতা কামনা করতে হবে। একই সাথে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ দেশের সকল মাদরাসা শিক্ষক-কর্মচারী ও বিত্তবান নাগরিকদের চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য নেতৃবৃন্দ উদাত্ত আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন