মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার বিরুদ্ধে না যাওয়ায় ইসরাইলকে নিন্দা জেলেনস্কির

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ৭:২৩ পিএম

রাশিয়াকে নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানানোয় ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, ‘আপনি কিভাবে এ ধরনের আগ্রাসনের শিকারদের সাহায্য না করে থাকতে পারেন।’

জেলেনস্কি নিজেও একজন ইহুদি এবং ইসরাইলে তার পরিবার আছে। ‘সবাই আমাকে যখন জিজ্ঞাসা করে, ইসরাইল কীভাবে সাহায্য করেছে এবং ইসরাইল আর কী করতে পারে, তখন আমি কোন উত্তর দিতে পারিনা,’ তিনি যোগ করেছেন।

তেল আবিব ইউক্রেনে মানবিক ও চিকিৎসা সহায়তা পাঠিয়েছে, কিন্তু অস্ত্র সরবরাহ এবং নিষেধাজ্ঞা টেবিলের বাইরে রয়ে গেছে। সূত্র: আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন