ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়কে বিদায় জানিয়েছেন বলে গুঞ্জণ উঠেছে। আপাতত তিনি কোনো কাজ করছেন না। কাজ ছেড়ে দিয়েছেন। কিছু মানুষের অত্যাচারে নাকি অভিনয়টা ছেড়েছেন। এ নিয়ে আর কোনো কথা বলতে চান না তিনি। বরং দোয়া চেয়েছেন সবার কাছে। এ গুঞ্জণের কথা প্রভা স্বীকার করে বলেন, আমি কোনো কাজ করছি না। কাজ ছেড়ে দিয়েছি। কারণ জানতে চাইলে অভিনেত্রী দাবি করেন, সাংবাদিকদের অত্যাচারে কাজ ছেড়েছি। আর কোনো কথা বলতে চাই না। দোয়া রাখবেন। বছর খানেক আগে প্রভা বলেছিলেন, আমি কোনো অনলাইন নিউজ পোর্টালে সাক্ষাৎকার দিই না। এর কারণ না বললেও জানা যায়, ২০১০ সালে তার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে দেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল অতিরঞ্জিত করে ফুলিয়ে-ফাঁপিয়ে সে ঘটনা প্রচার করে। তাতে আরো বেশি হেনস্তার শিকার হন তিনি। এরপর থেকেই তিনি অনলাইন পোর্টাল এড়িয়ে চলেন। উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় আগমন প্রভার। এরপর মেরিল ট্যালকম পাউডারের বিজ্ঞাপন দিয়ে আসেন আলোচনায়। পরবর্তীতে তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেলের বিজ্ঞাপনেও তাকে দেখা যায়। এরপর একের পর এক নাটক, টেলিফিল্মে কাজ করে আলোচনায় আসেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন