শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কোক স্টুডিওতে সঙ্গীতশিল্পী মিতুর গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১২:০৮ এএম

এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী কানিজ খন্দকার মিতু। টাঙ্গাইলের মেয়ে মিতুর গানের তালিম শুরু হয় ওস্তাদ গোলাম রাব্বানী রতনের কাছে। তার স্বপ্ন পূরণের প্রথম ধাপটি শুরু হয় সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ‘মেঘে ঢাকা তারা’য় অংশ নিয়ে। ২০১১ আয়োজিত এটিএন বাংলায় প্রচারিত এই আয়োজনে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। এবার বিশ্ব সঙ্গীত দিবস ২১ জুন কোক স্টুডিও’র বাংলা ভার্সন’র ‘সব লোকে কয়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মিতু। গানটি প্রযোজনার পাশাপাশি সঙ্গীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। গানটির বিষয়ে মিতু বলেন, এত বড় প্ল্যাটফর্মে লালন সাঁইজির গান করতে পেরেছি এটি আমার কাছে অনেক বড় পাওয়া। এজন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই অর্ণব দা’র প্রতি। তিনি না থাকলে এই সুযোগটি পাওয়া হতো না। পাশাপাশি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার ওস্তাদ গোলাম রাব্বানী রতনের প্রতি। এছাড়াও আমার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন মিতু। একই বিশ্ববিদ্যালয়ে লোক বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত। মিতুর গাওয়া ‘সব লোকে কয়’ গানের সঙ্গে ভারতীয় ফোকের মিশ্রণে ফিউশন তৈরি করা হয়েছে। এই অংশের শিরোনাম ‘কবিরা কুয়া এক হ্যায়’। এতে কণ্ঠ দিয়েছেন ভারতের গায়ক মুর্শিদাবাদী। এটি পনেরো শতকের ভারতীয় রহস্যবাদী কবি এবং সাধক কবীর দাশের লেখা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন