শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মৌসুমীর মনে ঝড়ের রেশ রয়েই গেছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:০১ এএম

ওমর সানির সাথে সাংসারিক সমস্যা আপাতত মিটলেও মৌসুমী যেন অনেকটা উদাস হয়ে গেছেন। নিজেরে ভেরিফায়েড ফেসবুকে প্রায়ই উদাস হওয়া কথামালা দিয়ে স্ট্যাটাস দেন। কিছুদিন আগে তিনি লিখেছিলেন, খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারও ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম। দুই দিন আগে আবারও লিখেছেন, আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে। তার এসব অনুভূতি ব্যক্ত করা থেকে বোঝা যায়, তার সংসার জীবনে যে অশান্তির ঢংকা বেজেছিল, তা তিনি সহ্য করতে পারছিলেন না। যদিও এ ঝড় এখন থেমেছে। তবে তার প্রভাব তার মনে রয়েই গেছে। তার কাব্যিক স্ট্যাটাস থেকে তা বুঝতে অসুবিধা হয় না। উল্লেখ্য, সম্প্রতি মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন ওমর সানী। এ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগও দায়ের করেন। অবশেষে কাছের লোকজনের সহযোগিতা ও সহমর্মিতায় তাদের সংসারে স্থিতি ফিরে আসে। তবে ঝড়ের রেশ মৌসুমীর মনে রয়েই গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Biplob Sikder ২৬ জুন, ২০২২, ৭:৫৬ এএম says : 0
আজ মৌসুমীর মন ভাল নেই
Total Reply(0)
Asma Akter Sathi ২৬ জুন, ২০২২, ৭:৫৬ এএম says : 0
মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা কেন হয় আমাদের সমাজে???
Total Reply(0)
Rajib Khan ২৬ জুন, ২০২২, ৭:৫৮ এএম says : 0
এত তাড়াতাড়ি কাটবে কিভাবে? অন্য কিছুতে মগ্ন থাকলে তো সমস্যা হবেই
Total Reply(0)
মোঃ আতাউর রহমান ২৬ জুন, ২০২২, ১:৪৪ পিএম says : 0
ঘোলের জন্য দুধের স্বাদ কেউ ভুলতে পারে না।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন