শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজবাড়ীতে পাটক্ষেতে মিললো ৭ম শ্রেনীর ছাত্রের লাশ

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ৪:০৬ পিএম

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে একটি পাটক্ষেত থেকে বাদল মোল্লা ( ১৫ ) নামে এক ৭ম শ্রেনীর ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাদল মোল্লা বালিয়াকান্দি উপজেলার বড় হিজলি গ্রামের হুমায়ন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন বলেন, রবিবার ( ২৬ জুন) সকালে ওই পাট ক্ষেতের পাশে ঘাস কাটতে যান তিনি। এ সময় মরদেহটি দেখতে পেয়ে বাড়ির ও স্থানীয়দের খবর দেন। মরদেহের বিশেষ অংগ কাটা ও শরিরে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিন্থ্য আছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আছাদুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠিয়েছে। এই হত্যাকান্ডের সাথে জরিতদের খুজে বের করতে আইনি প্রক্রিয়া ও অভিযান চলমান আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন