শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তারকারা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন শোবিজের একঝাঁক তারকা। এদের মধ্যে রয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, অনন্ত জলিল, শাকিব খান, রিয়াজ, সাইমন সাদিক, মাহিয়া মাহি, নিপুণ, মারজান জেনিফা, মিষ্টি জান্নাত প্রমুখ। মনোয়ার হোসেন ডিপজল ইতোমধ্যে তিন ট্রাক ত্রাণ সিলেটে পাঠিয়েছেন। আগামী সপ্তাহে আরও পাঠাবেন। অনন্ত জলিল ৩০ লাখ টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ পাঠিয়েছেন। তিনি বানবাসীদের উদ্ধারে রেসকিউ টিমও গঠন করেছেন। ইতোমধ্যে এ টিম বন্যাকবলিত এলাকায় কাজ শুরু করছে। অন্যান্য তারাকাও তাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষে রিয়াজ, সাইমন সাদিক, নিপুণ ত্রাণ বিতরণ করেছেন। পাশাপাশি যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বানও জানিয়েছেন তারা। নায়ক শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে বন্যাদুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। একটি তহবিল গঠন করার উদ্যোগ নিয়েছেন। সবাইকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন। এদিকে প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না বানভাসি মানুষের পাশের দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, গঠন করছেন তহবিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন