বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে বাড়ি ফেরা নিয়ে সচেতনতামূলক তথ্যচিত্রে রিয়াজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২২, ১২:১১ এএম

ঈদে বাড়ি ফেরা নিয়ে জনসচেতনতামূলক একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। বাড়ি ফেরা নিয়ে প্রতিবারই মানুষের মধ্যে দেখা যায় তাড়াহুড়ো এবং ভোগান্তি। এতে অনেক দুর্ঘটনাও ঘটে, যা ঈদযাত্রাকে বিষাদে রূপ দেয়। বিষয়টি বিবেচনা করে বাড়ি ফেরা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জনস্বার্থে নির্মিত হয়েছে উপদেশমূলক তথ্যচিত্র ‘বাড়ি ফেরা’। প্রতিবার ঈদ উৎসবে লঞ্চ ঘাট, বাস টার্মিনাল কিংবা ট্রেন স্টেশনে থাকে উপচে পড়া মানুষের ভিড়। নিয়ম মেনে ও অতিরিক্ত যাত্রী বোঝাই কোনো যানে ভ্রমণ না করার অনুরোধ নিয়ে এই তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। এই তথ্যচিত্রে রিয়াজ ছাড়াও রয়েছেন মিরাক্কেল›খ্যাত পাভেল ও লামিমা। লেখক ও অভিনেতা আহসান কবিরের আইডিয়া ও চিত্রনাট্যে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রযোজিত তথ্যচিত্রটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন ও নাট্য পরিচালক খান মোহাম্মদ বদরুদ্দীন। পরিচালক জানান, আসছে ঈদে বিভিন্ন নৌযান ও টার্মিনাল ও জনস্বার্থে বিভিন্ন টেলিভিশনে তথ্য চিত্রটি প্রচারিত হবার কথা রয়েছে। রিয়াজ বলেন, জনসচেতনামূলক কাজ করতে বরাবরই অন্যরকম আনন্দ লাগে। আশা করছি, ঈদ আনন্দে বাড়ি ফেরা মানুষকে নিরাপদে চলাচল করায় সচেতন হতে এই তথ্যচিত্রটি সহায়ক হবে। আমাদের উৎসব হোক প্রাণবন্ত এবং নিরাপদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন