মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বন্যার্তদের পাশে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বন্যার্তদের মানবিক সহায়তা দেয়া হয়েছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর, রঘুনাথপুর, মান্নানপুরসহ ১১টি গ্রাম এবং নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার যাদবপুর, শ্যামপুর, মুজিবনগর, মোমিননগরসহ ৯টি গ্রামের মানুষের মাঝে এই মানবিক সহায়তা দেয়া হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত স্বেচ্ছাসেবক দল ও স্থানীয়ভাবে নেত্রকোনার মদন শাখার সৎসঙ্গ কৃষ্টিপ্রহরী যুব পরিষদ ত্রাণ বিতরণে সহযোগিতা করে। বন্যাদুর্গত ৫৫০টির বেশি পরিবারে সম্প্রতি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ৩ কেজি চাল, মসুর ডাল, সরিষার তেল, চিড়া, মুড়ি, চিনি, আলু, লবণ, স্যালাইন ও টাকা দেয়া হয়। এছাড়াও কয়েকজনকে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার জন্য অর্থ সহযোগিতা করা হয়েছে। অর্থের যোগান অভিভাবকরা ছাড়াও শিক্ষার্থীরা তাদের সঞ্চিত অর্থ থেকে সহায়তা দেয়া হয়। উল্লেখ্য, ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুই বার বোর্ডশ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন