শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রাঙা সকাল-এ মম’র শিল্পী হয়ে ওঠার গল্প

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

অভিনেত্রী জাকিয়া বারী মম তার অভিনয় জীবন এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয় তুলে ধরেছেন মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান রাঙা সাকালে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মম জানান, মাত্র ৩-৪ বয়সে নাচ, গান, ছবি আঁকার ক্লাসে ভর্তি হয়েছিলেন। ছোটবেলাতেই নাচের জন্য পেয়েছেন জাতীয় শিশু পুরস্কার। শুধু তাই নয়, ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়ার মফস্বল শহরে বেড়ে ওঠা মম মাকে সঙ্গে নিয়ে টানা ১০ বছর ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা এসে নাচ শিখেছিলেন। শিবলী মহম্মদ ও কবিরুল ইসলাম রতন ছিলেন তার নৃত্যগুরু। তিনি বলেন, সকালবেলা ট্রেনে চেপে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওয়ানা করে ঢাকায় এসে নাচ শিখে আবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দিতাম। এ ক্ষেত্রে আমার মা আয়েশা আক্তারের অবদান ছিল সবচেয়ে বেশি। মা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তার চাকরী, তখনকার সমাজব্যবস্থা-সবকিছু সামলে আমাকে নিয়ে যে সংগ্রাম করেছিলেন, সে কারণেই হয়তো আমার শিল্পী হয়ে ওঠা। বিটিভিতে শিশুদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুঁড়িতেও পুরস্কৃত হয়েছিলেন মম। গান গাওয়ার জন্য ১৯৯৫ সালে পেয়েছিলেন এ পুরস্কার। অথচ নাচ কিংবা গানে নয়, এখন অভিনয়েই নিয়মিত তিনি। রুম্মান রশীদ খান ও খালেদার উপস্থাপনায় রাঙা সকাল-এর এই বিশেষ পর্বটি প্রচার হবে ঈদের ৩য় দিন সকাল ৭টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন