নড়াইলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেফতার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার (৩ জুলাই) দুপুর ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিশেষ নিরাপত্তার মধ্যে আসামিদের কারাগার থেকে নড়াইল সদর আমলি আদালতে আনা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম এবং সৈয়দ রিমন।
ধর্ম অবমাননা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৭ জুন সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়। পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৮০ জনের বিরুদ্ধে মামলা করে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন