শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ফের ১২ টাকা বাড়ল এলপিজির দাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ৫:১১ পিএম

ভোক্তা পর্যায়ে ফের বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে খরচ করতে হবে ১ হাজার ২৫৪ টাকা। আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে।
এত দিন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১ হাজার ২৪২ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১২ টাকা।
এলপিজির দাম ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজি ১০৪.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ৫.৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৫৭৫ টাকা, ১২ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৫৪ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৩০৭ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৫৬৮ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৬৭৩ টাকা, ১৮ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৮৮১ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ৯১ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ২৯৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ৬১২ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ১৩৬ টাকা, ৩৩ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ৪৯৯ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ৬৫৮ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৪ হাজার ৭০৪ টাকা।
এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ আশরাফুল হক ৩ জুলাই, ২০২২, ৬:৪৭ পিএম says : 0
আরো দাম বাড়িয়ে নিন অসুবিধা নেই সরকার আপনাদের
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন