অভিনেতা রাসেল ক্রো পরলোকগত অস্ট্রেলীয় ওয়াইল্ডলাইফ বিশেষজ্ঞ স্টিভ আরউইনের স্ত্রী টেরিকে বিয়ে করছেন। টেরি নিজেও স্টিভের সঙ্গে বুনো প্রাণীদের নিয়ে ব্যতিক্রমধর্মী টিভি অনুষ্ঠান ‘দ্য ক্রকোডাইল হান্টার’, ‘ক্রক ফাইল্স’ এবং ‘দ্য ক্রকোডাইল হান্টার ডায়েরিজ’-এ কাজ করেছেন।
রাসেল আর টেরি বেশ অনেকদিন ধরেই প্রেম করছেন এবং সম্প্রতি তারা তাদের বিয়ের পরিকল্পনা প্রকাশ করেছেন। “রাসেলের সঙ্গে রোমান্সের বিষয়টি প্রকাশ করার ব্যাপারে বেশ কিছুটা দ্বিধায় ছিলেন টেরি, তবে তিনি আর বিষয়টি লুকিয়ে রাখতে চাইছেন না,” দুজনের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র বলেছে। সূত্র আরও জানিয়েছে তারা ২০১৮’র শেষে ছোট আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বিয়ে করতে চান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন