বারান্দায় রোদ্দুর, কান্দে শুধু মন কান্দে রে, ফাগুনের মোহনায়, লাল পাহাড়ের দেশে যা, এই ফাল্গুনী পূর্ণিমা রাতে চল পালায়ে যাই- এমন জনপ্রিয় গানের শিল্পী সুরজিৎ চট্টপাধ্যায়। পশ্চিমবঙ্গের এ শিল্পী এবার গাইলেন বাংলাদেশ টেলিভিশনে। ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে বিশেষ সংগীত অনুষ্ঠান ‘উৎসবের গান’। এ অনুষ্ঠানেই নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন সুরজিৎ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সঙ্গীতশিল্পী দেবলীনা সুর। সুমন সাহার গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। প্রচার হবে ঈদের ২য় দিন সকাল ১০টা ১০ মিনিটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন