শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামগড়ে সামাজিক নিরাপত্তা G2P কর্মসুচি বাস্তবায়নে সেমিনার

রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ৪:৩৬ পিএম

খাগড়াছড়ি জেলা রামগড়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় G2P পদ্ধতিতে ভাতা বিতরণ, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা শহর সমাজসেবা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত।

এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহনসহ বক্তব্যে প্রধান করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক জসীম উদ্দিন- রোকেয়া বেগম, ওসি সামসুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম।

এসময় সেমিনার বিষয়ে উপস্থাপন করেন, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক-মোহাম্মদ মনিরুল ইসলাম। বক্তাগন বলেন, দেশে প্রধান মন্ত্রীর নির্দেশক্রমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় G2P পদ্ধতিতে ভাতাভোগীদের ভাতা প্রদানের কাজকে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রয়োজনী কার্যক্রম চলমান রেখে চলেছে।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী- বেসরকারী কর্মকর্তা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজারগন প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন