শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন নিশো

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

নাটকের ব্যস্ততম অভিনেতা আফরান নিশো চলচ্চিত্রে অভিনয় করবেন। তবে এক্ষেত্রে তার উপযোগী গল্প ও চরিত্র হতে হবে। নিশো বলেন, সিনেমায় আসার প্রস্তুতি অনেক আগে থেকেই চলছে। তবে বিষয়টি এমন না যে, সুযোগ পেলাম করে ফেললাম। এটা আমি কোনোদিনই ভাবিনি। সুযোগ আসবে কিন্তু সেটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। প্রস্তুতি হিসেবে তিনি বলেন, নিজের ফিটনেস নিয়ে কাজ করছি। ২০ দিনে প্রায় ৭ কেজি ওজন কমিয়েছি। তবে কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে বলতে চাই না। চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা আছে, সে ইচ্ছার কথা আগেই প্রকাশ করেছি। ফিল্মের ক্ষেত্রে বডি ট্রান্সফরমেশন দরকার। আমি সে চেষ্টা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন