শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

১৭ বছরের মধ্যে ঈদে শাকিবের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ১২:০২ এএম

চিত্রনায়ক শাকিব খানের ক্যারিয়ারে বিগত ১৭ বছর ধরে প্রতি ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। গত রোজার ঈদেও তার দুটি সিনেমা মুক্তি পায়। তবে এবার কোরবানি ঈদে তার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। অথচ শোনা গিয়েছিল, লিডার: আমিই বাংলাদেশ এবং অন্তরাত্মা নামে দুটি সিনেমা মুক্তি পাবে। শেষ পর্যন্ত সিনেমা দুটি মুক্তি পাচ্ছে না। শাকিব এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। এ নিয়ে তিনি এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম কোরবানির ঈদে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। এটা সত্যিই অনেক মন খারাপ করা সংবাদ আমার জন্য, কষ্টেরও। তিনি জানান, লিডার:আমিই বাংলাদেশ মুক্তির কথা ছিল। প্রযোজনা প্রতিষ্ঠানের (বেঙ্গল মাল্টিমিডিয়া) কারণে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। এই সিনেমার জন্য আমি আমেরিকায় থেকে নিজের টাকা খরচ করে ডাবিং করে দিয়েছি। প্রযোজনা প্রতিষ্ঠান প্রফেশনাল না বলেই তারা মুক্তি দিতে চাইছে না। এমন করবে আগে জানলে অন্তরাত্ম সিনেমা মুক্তি দেওয়ার চেষ্টা করতাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন