শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শতাধিক মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে গেল ফেরি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ২:৪৩ পিএম

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দির উদ্দেশে একটি ফেরি ছেড়ে গেছে।

শুক্রবার (৮ জুলাই) দুপুর ১২টা ৫ মিনিটে শিমুলিয়া ২ নম্বর ঘাট থেকে মিডিয়াম রো-রো ফেরি ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট শাখার ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, বিশেষ বিবেচনায় ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। তবে এরপর আর কোনো ফেরি চলবে কি না, সে ব্যাপারে এখনও নির্দেশনা আসেনি।

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ রয়েছে। লঞ্চ-ফেরি দিয়েও নদী পার হতে পারছেন না মোটরসাইকেল চালকরা। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। তাই বিশেষ বিবেচনায় শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দির উদ্দেশে ফেরি ছাড়ার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন