মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঘনকুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে সাড়ে ৭ঘন্টা পর ফেরি চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:৩৭ পিএম

ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাড়ে ৭ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহপ্রতিবার ২৯ ডিসেম্বর রাত ২টা হতে বেলা সাড়ে ৯ টা পর্যন্ত কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি মাকিং বাতি অস্পষ্ট হয়ে গেলে নৌপথে দূর্ঘটনা এড়াতে সকল ধরনের নৌযান নদীতে চলাচল বন্ধ করে দেয় ঘাট কতৃপক্ষ।
কুয়াশার ঘনত্ব কেটে গেলে পূনরায় সাড়ে ৭ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হলে নদী পার হতে আসা যাত্রী ও চালকদের মনে স্বস্তি আসতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. ছালাউদ্দিন বলেন, ঘনকুয়াশায়
রাত ২ টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পূনরায় সাড়ে ৭ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১৩ টি ফেরি চলাচল করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন