বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঘন কুয়াশায় আড়াই ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ৫:৪৮ পিএম

ঘন কুয়াশার কারণে আড়াই ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে ভীড়েছে মাঝ পদ্মা নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে থাকা ৪ টি ফেরি। সকাল সাড়ে ৮ টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৬ টায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বেরে গিয়ে নৌযান চলাচল ঝুঁকিপুর্ন হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন বলেন, এ নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৮টার সময় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সেই সাথে ঘাট এলাকায় আটকে থাকা ছোট বড় শতাধিক যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন