শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঘনকুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১২:৩৮ পিএম

ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ১১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

জানাগেছে, শনিবার রাত ১০ টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি মাকিং বাতি অস্পষ্ট হয়ে গেলে নৌপথে দূর্ঘটনা এড়াতে সকল ধরনের নৌযান নদীতে চলাচল বন্ধ করে দেয় ঘাট কতৃপক্ষ।
কুয়াশার ঘনত্ব কেটে গেলে পূনরায় ১১ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হলে নদী পার হতে আসা যাত্রী ও চালকদের মনে স্বস্তি আসতে দেখা গেছে। মাঝ নদীতে আটকে থাকা ৪ টি ফেরি হাসনা হেনা, শাহ্ মুকদুম, শাহ্ পরান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাড়ে ভিড়েছে।

বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ম্যানেজার মো. আলিম গায়েন বলেন, ঘনকুয়াশায় শনিবার রাত ১০ টা থেকে রোববার সকাল ৮ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকার পর পূনরায় ১১ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১৭ টি ফেরি চলাচল করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন