শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদ বিনোদনের কেন্দ্রবিন্দুতে অনন্ত’র দিন-দ্য ডে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের সিনেমার প্রতি দর্শকের সবসময়ই বাড়তি আগ্রহ থাকে। দেশের একমাত্র আন্তর্জাতিক সিনেমা বলতে তার সিনেমাকেই বোঝায়। আমাদের দেশে যে হলিউড-বলিউডের মতো সিনেমা নির্মিত হয়, তা বিশ্ব চলচ্চিত্রের কাছে প্রমাণ করেছেন অনন্ত। তিনি সিনেমা করেন কম, তবে যা করেন তা দেশের চলচ্চিত্রের জন্য মাইলস্টোন হয়ে থাকে। তার অভিনীত বিগত সময়ে যে কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, প্রত্যেকটিই একেকটি মাইলস্টোন হয়ে রয়েছে। তবে এবারের ঈদে তার বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দিন-দ্য ডে’ নিয়ে বিগত সময়ের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ইরানের সাথে যৌথ প্রযোজনার সিনেমাটি নির্মাণের শুরু থেকেই সর্বমহলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাংলাদেশসহ ইরান, আফগানিস্তান ও তুরস্কে শুটিং হওয়া সিনেমাটিতে ইরান, লেবান, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন। এর প্রেক্ষাপট এবং নির্মাণ কৌশল বিশ্বমানের। এ ধরনের সিনেমা আমাদের দেশে এর আগে হয়নি। বলার অপেক্ষা রাখে না, একমাত্র অনন্ত জলিল বলেই এ ধরনের সিনেমা আমাদের দেশে নির্মাণ করা সম্ভব হয়েছে। এটা আমাদের চলচ্চিত্রের জন্য গৌরবের বিষয়। শুধু অনন্তের সিনেমা আন্তর্জাতিক মানের নয়, এর মাধ্যমে আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছেন অনন্ত এবং বর্ষা। এবারের ঈদে দর্শকের বহুল প্রতিক্ষীত সিনেমাটি মুক্তি পাচ্ছে। বলা যায়, ঈদের বিনোদন দুনিয়ায় এ সিনেমাটিই রয়েছে কেন্দ্রবিন্দুতে। ঈদে একটিমাত্র সিনেমা দর্শকের জন্য কত বড় আকর্ষণ হতে পারে, তা দিন দ্য ডে’র প্রতি তাদের বিপুল আগ্রহ থেকেই বোঝা যায়। ইতোমধ্যে এর মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অধিকাংশ সিনেপ্লেক্সসহ দেশের প্রায় সবগুলো সিনেমা হলে এটি মুক্তি পাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এবারের ঈদে ‘ওয়ান অ্যান্ড ওনলি’ হয়ে আছেন অনন্ত, যা ঈদের সিনেমার ক্ষেত্রে এক অনন্য রেকর্ড। শুধু তাই নয়, চলচ্চিত্রের চরম মন্দাবস্থার মধ্যে ‘দিন দ্য ডে’ সিনেমাটিকে বলা হচ্ছে ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন