রংপুরের বদরগঞ্জে সামিউল ইসলাম নামে তিন বছর ছয় মাস বয়সি শিশুর লাশ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার(১৩জুলাই)সকালে উপজেলার রামনাথপুর ইউপির শেখপাড়া গ্রামের করতোয়া নদীর ক্যানেল হতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশু সামিউল শেখপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়,তিন বছর ছয় মাস বয়সি সামিউল গত সোমবার(১১জুলাই)খেলতে খেলতে বাড়ি হতে বের হয়ে আসে। সন্ধ্যা নেমে এলেও শিশুটি বাড়িতে ফিরে না আসায় ওই দিন রাতেই পরিবারের পক্ষ হতে বদরগঞ্জ থানায় নিখোজ ডায়েরি করা হয়।
আজ বুধবার(১৩জুলাই)সকালে বাড়ির পাশের করতোয়া নদীর ক্যানেলে শিশুটির লাশ দেখা গেলে এলাকাবাসি পুলিশে খবর দিলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে বদরগঞ্জ থানায় নিয়ে আসে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন