পাবনার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ি গ্রামের পাটক্ষেত থেকে আলম বিশ্বাস (৫৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে আটঘরিয়া থানা পুলিশ।
১৩ জুলাই উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রামের জিতুর পুকুরের পাশে আব্দুল কাদেরের পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আলম বিশ্বাস (৫৫) উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রামের মৃত জফের বিশ্বাস এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত গ্রামের দুইজন নারী বেলা ১১ টার দিকে ঘাস কাটতে যেয়ে পাটক্ষেতের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রাম বাসীকে জানায়। পরে এলাকাবাসী পুলিশ কে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে মৃত আলম বিশ্বাসের স্ত্রী শাহানাজ জানান, তার স্বামী রাত ১ টার দিকে কিছু না বলে বের হয়ে আর ফিরে আসেনি।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার জানান, গ্রামবাসী মারফত খবর পেয়ে সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনুনাগ ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন