বিনোদন ডেস্ক : দেশীয় বিনোদন ও সচেতনতার অনুষঙ্গ ঐতিহ্যবাহী গম্ভীরা বহুকাল ধরেই গ্রাম-বাংলার মানুষের বিনোদনের খোরাক জুগিয়ে আসছে। প্রথমবারের মতো জাতীয়ভাবে লোকসংস্কৃতির আকর্ষণীয় অনুষঙ্গ নানা-নাতির গম্ভীরার উৎসব দেখতে পাবেন দর্শক। আগামী ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বকুলতলা উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে জাতীয় গম্ভীরা উৎসব-২০১৬। উৎসবের আয়োজক সংগঠন দিয়াড়ের আহŸায়ক আনোয়ার হক জানান, অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সমাপনী দিনের প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক। দুদিনব্যাপী আয়োজনটি দর্শকরা উপভোগ করতে পারবেন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি সুরক্ষা, বিকাশ, প্রচার-প্রসার, গবেষণা এবং উৎসবের মাধ্যমে উদযাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা দিয়াড়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মোট ১০টি গম্ভীরা দল অংশ নেবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন