ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচাঁরগাও ইউনিয়নের আচাঁরগাও গ্রামে মৃত অহর উদ্দিনের পুত্র আমির হোসেন (৬৫)র ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় শনিবার (১৬ জুলাই) লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ। স্থানীয়রা জানান, নিহত আমির হোসেন এলাকায় ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। গত তিনদিন ধরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ (শনিবার) তার বাড়ি থেকে কিছুটা দুরে একটি বাঁশ ঝাড়ে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আমাকে জানালে আমি থানায় খবর দেই। বৃদ্ধের এক ছেলে ও মেয়ে রয়েছে। তার সন্তাদের সম্পর্ক ভালো জানি, সে ঠিক কি কারণে এমন করেছে বলা যাচ্ছে না। এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন