শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পরলোকে জেমস বন্ডের আইকনিক থিম কম্পোজার মন্টি নরম্যান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ব্রিটিশ কম্পোজার মন্টি নরম্যান পরলোকগমন করেছেন। আইকনিক জেমস বন্ড এর থিমের স্রষ্টা মন্টি নরম্যান। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সোমবার ১১ জুলাই মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর অফিশিয়াল ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সেখানেই জানানো হয় যে কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে সোমবার ১১ জুলাই তিনি পরলোকগমন করেন। ১৯৬২ সালে শন কনারি অভিনীত জেমস বন্ডের ছবি ‘ডক্টর নো’ তে তাঁর করা থিম মিউজিক বিশেষ জনপ্রিয়তা পায়। এই থিম মিউজিকটির তত্ত্বাবধানে ছিলেন জন ব্যারি। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির জন্য পরবর্তীতে এটিই থিম মিউজিক হয়ে ওঠে। এই নিয়ে জন ব্যারির কাজের প্রশংসাও করেন মন্টি প্রকাশ্যে। কিন্তু কয়েক বছর পর জন ব্যারি এই থিম মিউজিকের লেখকত্বের দাবি জানান। সেই ঘটনা আদালত পর্যন্ত পৌঁছায়। অবশেষে আদালতের রায় নরম্যানের পক্ষে আসে। শুধু তাই নয়, তাঁকে ৩০,০০০ পাউন্ড এবং আদালতের খরচ প্রদান করাও হয়। পূর্ব লন্ডনের স্টেপনিতে জন্মগ্রহণ করেন নরম্যান। ১৯৫০ ও ১৯৬০ এর দশকে যখন তাঁর মাত্র ১৬ বছর বয়স তখনই একটি নামি ব্যান্ডে গান গেয়েছিলেন। গিটার উপহার দেন তখন তাঁকে তাঁর মা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন