গফরগাঁও উপজেলার পাগলা থানার দক্ষিণে বিলের পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে মুহাম্মদ সাইমুর রহমান সায়েম (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার পাইথল ইউনিয়নের গুইনগার বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমুর রহমান সায়েম ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে , রোববার (১৭জুলাই) দুপুর ১টার দিকে নিহত সাইমুর রহমান সায়েম ও তার দুই ভাই অনিক ও জোবায়েরকে সাথে নিয়েগুইনগার বিলের মাছের প্রজেক্টের পানিতে সাঁতার কাটতে যায়। তিনজন মিলে সাঁতরে বিলটি একবার পার হয়। এরপর আবার সাঁতার কেটে ফিরে আসার পথে অনিক ও জোবায়ের সাঁতরে বিল পার হতে পারলেও সিয়াম পানিতে ডুবে যায়। অনিক ও জোবায়েরের চিৎকার শুনে প্রতিবেশি এসে বিলের পানি থেকে সিয়ামের লাশ উদ্ধার করে।
পাইথল ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান ঢালী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন