শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে বাংলায় ডাবকৃত তুরস্কের নতুন সিরিয়াল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

তুরস্কের বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া সিরিয়াল দেশে প্রথম বাংলায় ডাব করে দীপ্ত টেলিভিশন। এ চ্যানেলের প্রচারিত সুলতান সুলেমান, ফাতেমাগুল সিরিয়ালগুলো বছর ব্যাপী দর্শককে মোহিত করে রেখেছে। এবার এ চ্যানেলটি প্রচার করতে যাচ্ছে তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আমাদের গল্প’। আগামী ১ আগস্ট থেকে বাংলায় ডাবিংকৃত সিরিয়ালটির প্রচার শুরু হবে। ধারাবাহিকে উঠে এসেছে এলিবোল পরিবারের হাসিমুখে দারিদ্রকে মেনে নেওয়ার গল্প। হাস্যরস ও বাস্তবধর্মী সিরিয়ালটি গল্পে দেখা যাবে, মাতৃহীন পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বড় বোন ফিলিয সবাইকে আগলে রেখেছে। নিজের সৌন্দর্য কিংবা ব্যক্তিগত হাসি-আনন্দ নিয়ে যার কোনো ভ্রুক্ষেপ নেই। মূলত সংসার চালাতে গিয়ে ফিলিযের নিত্যদিনের যে সংগ্রাম, তা নিয়েই এ ধারাবাহিকের গল্প এগিয়েছে। সুখে দুঃখে কাছের বান্ধবী তুলায়কে ফিলিযের পাশে এসে দাঁড়াতে দেখা যাবে। ১ আগস্ট থেকে প্রতিদিন বিকাল সাড়ে ৫টা ও রাত ৯টায় সিরিয়ালটি প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন