এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী দুই মেয়ে নিয়ে এখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন। পরিবারের সদস্য এবং তার সহকর্মীদের নিয়ে এখন সময় কাটাচ্ছেন। গত শনিবার তিনি তার সহকর্মী অভিনেত্রী চাঁদনীসহ ঈদে মুক্তি পাওয়া অনন্ত জলিলের দিন: দ্য ডে সিনেমাটি একটি সিনেপ্লেক্সে দেখেছেন। সিনেমা দেখার অভিজ্ঞতা তিনি তার ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, আজকে আমার সুখের দিন, আমরা দিন: দ্য ডে দেখছি। সিনেমা দেখা শেষে শ্রাবন্তী জানান, আমাদের দেশেও যে হলিউড-বলিউডের মতো সিনেমা হতে পারে, তা সিনেমাটি দেখে প্রমাণ পেয়েছি। তিনি বলেন, আমি একটি সিনেমায় অভিনয় করেছিলাম। মতিন রহমানের ‘রং নাম্বার’ সিনেমায়। তখন প্রযুক্তির এমন ব্যবহার ছিল না। আমাদের দেশের সিনেমা যে প্রযুক্তিনির্ভর এবং এত বড় পরিসরে হতে পারে, তা দিন: দ্য ডে দেখে বুঝতে পেরেছি। আমার গর্ব হচ্ছে যে, আমরাও বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে পারি। দিন: দ্য ডে তা প্রমাণ করেছে। অনন্ত জলিলকে ধন্যবাদ, তিনি এমন একটি সিনেমা নির্মাণ করেছেন। তার আগের সিনেমাগুলোও প্রযুক্তিনির্ভর এবং আধুনিক সময়ের ছিল। বলা যায়, তার সিনেমার হাত ধরেই আমাদের সিনেমা বিশ্বমানের প্রযুক্তিতে ঢুকেছে। আমি আমেরিকা থেকে দেশে আসার আগেই ঠিক করে রেখেছিলাম, দিন: দ্য ডে সিনেমাটি দেখব। আমার আশা পূরণ হয়েছে। একটি চমৎকার দেশীয় ও আন্তর্জাতিক মানের সিনেমা দেখলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন