শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আনোয়ারায় হত্যা, ধর্ষণসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

আনোয়ারা(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ৪:৩৫ পিএম

আনোয়ারায় গ্রেপ্তারকৃত বিভিন্ন মামলার আসামীরা


চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা, ধর্ষণ,মাদক ও চুরি মামলার ১০ আসামী কে গ্রেফতার করা হয়েছে। সোমবার(১৮ জুলাই) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, ধর্ষণ মামলায় উপজেলার বটতলী ইউনিয়নের হলদিয়া পাড়ার মো: নুর কাশেম (২১), মো: কফিল (২০), হত্যা মামলায় পটিয়া কাশিয়াইশ বড়ুয়া পাড়ার নিশান বড়ুয়া (৩২), মাদক মামলায় চাতরী মহতরপাড়ার মো: জাহাঙ্গীর (৩৬), চুরি মামলায় বারশত বখতিয়ারপাড়া পশ্চিমচালের আব্দুল মন্নান (২২), মো. মামুন (১৯), দক্ষিণ বন্দর এলাকার মোঃ তাজ উদ্দিন (২৩), পরোয়ানাভুক্ত আসামী চাতরী ইদ্রিস মাষ্টারের বাড়ির মো: বেলাল (২৪), সাজাপ্রাপ্ত আসামী বারখাইন ঝিওরী এলাকার মো; নুরুল আলম (৪৫) ও চুরি মামলার আসামী বারখাইন তৈলারদ্বীপ এলাকার মো: আরিফুল ইসলাম(৪৫)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জ হাসান বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধে জড়িত। তারা দীর্ঘদিন ধরে কৌশলে পালিয়ে রয়েছে। সোমবার ভোররাতে পুলিশ াভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গতকালই তাদের আদালতে সোপর্দ করা হইয়াছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন