আজ সোমবার রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘নয় ছয়’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, ইরফান সাজ্জাদ, তানজিকা, ঈশিকা খান, তাসনুভা তিশা, মুকিত জাকারিয়া, নাদিয়া নদীসহ আরো অনেকে। গল্পে দেখা যাবে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আমিরুল হক চৌধুরীর বাড়ির নম্বর ৯৬। মানে নয় ছয়। এই বাড়ির ছেলে সাজু খাদেম, আরফান, ইরফান সাজ্জাদ আর একমাত্র মেয়ে ঈশিকা। ছেলেমেয়েরা তাঁর মতো আদর্শবান হবেন বলে প্রত্যাশা বাবার। বড় ছেলে সাজু সাদাসিধে। অফিস আর বাসা ছাড়া তার আর কোনো জগত নেই। মেজ ছেলে আরফান চাপাবাজ। সারাদিন ঘুরে বেড়ায় আর কোটি টাকার গল্প ছাড়া তার মুখে কোনো কথা নেই। ছোট ছেলে ভার্সিটি পড়ুয়া ইরফান চটপটে, আড্ডাবাজ। অন্যদিকে ভাড়াটিয়া অ্যালেন শুভ্র, জোভান ও শাওন একই ইউনিভার্সিটিতে পড়ে। তিনজন একইরকম জামা পছন্দ করে, একই মেয়েকে পছন্দ করে। ৯৬ নম্বর বাড়ির মানুষদের বিচিত্র কর্মকা- আর ঘটনাকে ঘিরেই এগিয়ে যায় নাটকটি।
মন্তব্য করুন