শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ফের যৌন নির্যাতনের অভিযোগ আর. কেলির বিরুদ্ধে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

একের পর এক যৌন অভিযোগের শিকার হলিউডি র‌্যাপার আর কেলির বিরুদ্ধে। এবার যৌন নির্যাতন এবং পাচারের অভিযোগের ভিত্তিতে নতুন বিবরণ পেশ হল হলিউড অভিনেতা তথা র‌্যাপার আর কেলির বিরুদ্ধে। যদিও একটি ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গায়িকা জয়সেলিন স্যাভেজ, গত ১৩ জুন একজন বিচারককে দেওয়া নতুন চিঠিতে, কেলির বিরুদ্ধে হওয়া সব অভিযোগকে অস্বীকার করেছেন। সঙ্গে জানিয়েছেন, আমার সঙ্গে কেলির বাগদান হয়ে গিয়েছে। তাঁকে যেন কঠোর কারাদণ্ড না দেওয়া হয়। কারণ কেলির সঙ্গে তাঁর বাগদান হলেও, তিনি নিছকই কেলির সম্বন্ধে যাবতীয় অভিযোগের বিষয়ে অবগত ছিলেন না। তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, সবটাই চক্রান্ত ছিল। জয়সেলিন স্যাভেজ বিচারককে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন, আমার নাম জয়সেলিন স্যাভেজ, আমি রবার্ট কেলির বাগদত্তা। তাই কেলির বিরুদ্ধে সাজা ঘোষণার আগেই তাঁর সমর্থনে এই চিঠিটি লিখেছিলেন। তবে জয়সেলিনের কথায় কোনো প্রমাণ নেই। কারণ হলিউডের জনপ্রিয় র‌্যাপার আর কেলির বিরুদ্ধে প্রায় নয়টি অভিযোগ রয়েছে, যার জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হ য়েছে। যার মধ্যে একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, একাধিক মারপিট, তাণ্ডব, ঘুষ, জবরদস্তি, প্রলোভন এবং যৌন পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে রবার্ট কেলির বিরুদ্ধে। তবে স্যাভেজ উল্লেখ করেছেন, কেলির মতো একজন মহান মানুষ, একটি মহান হৃদয়ের মানুষ দেখা যায়না। তাঁদের মধ্যে এখনো যোগাযোগ বর্তমান। তবে কেলির বিরুদ্ধে আদালত থেকে যে খসড়া তৈরি করা হয়েছে, সেখানে কেলির বিরুদ্ধে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, যৌন পাচারের মামলায় র‌্যাপারকে ৩০ বছরের জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্যাভেজের বাবা-মার দাবি যে, স্যাভেজ কখনই কেলির সঙ্গে হওয়া তাঁর বাগদানের কথা আগে জানায় নি। তাই কেলির সঙ্গে স্যাভেজের বাগদান নিয়ে অভিনেত্রীর পরিবারের যথেষ্ট সন্দেহ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন