শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চার বছর পর শুরু হচ্ছে চ্যানেল আই সেরাকণ্ঠ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

প্রায় চার বছর বন্ধ থাকার পর আবার শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম গানের প্রতিযোগিতার অনুষ্ঠান ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সঙ্গীতশিল্পীদের বিশ্বের কাছে নিয়ে আসর্তে ২০০৮ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, শিঘ্রই শুরু হচ্ছে সেরাকণ্ঠ-এর এবারের আসর। এবারের স্লোগান ‘চ্যানেল আই সেরাকণ্ঠ, তোমরা তৈরি তো?’। চ্যানেল আইয়ের ফেসবুক পেজে এ সংক্রান্ত ১৪ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানেই জানিয়ে দেওয়া হয়, খুব শিগগির শুরু হচ্ছে রিয়ালিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠের নতুন আসর। উল্লেখ্য, দেশের সঙ্গীতাঙ্গনে বর্তমানে যেসব কণ্ঠশিল্পী ব্যস্ত সময় পার করছেন, তাদের অনেকের শুরু চ্যানেল আইয়ের বিভিন্ন রিয়ালিটি শোর মধ্য দিয়ে। এই আয়োজন থেকে উঠে আসা দুজন সঙ্গীতশিল্পীর একজন ইমরান (প্রথম রানার্সআপ), ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়ক ও সুরকারের পুরস্কার অর্জন করেন। একই প্ল্যাটফর্মের ২০০৯ সালের চ্যাম্পিয়ন কোনালও ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার অর্জন করেন। তরুণ মেধাবীদের মধ্যে যারা নিজেদের সঙ্গীতাঙ্গনে প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য আবার আসছে সেই সুযোগ। চ্যানেল আই থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের পদ্ধতিগত প্রক্রিয়ায় নতুনত্ব থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন