বিনোদন ডেস্ক : বিনোদনের মধ্য দিয়ে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাঙালিদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরির লক্ষ্যে সিঙ্গাপুর বাংলাদেশ সোশ্যাইটি (এসবিএস) সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে আয়োজন করেছে ‘আশিয়ান গ্রæপ অ্যানুয়াল কালচারাল নাইট সিঙ্গাপুর’। ফাল্গুনের প্রথম দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জাঁকজমকপূর্ণ এ আয়োজনের শুরু হয় শায়লা আহমেদ ও তার ভঙ্গিমা নৃত্যগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে। পরবর্তীতে উপস্থিত দর্শকদের আনন্দে মাতিয়ে তোলেন জাদুকর আলীরাজ, জনপ্রিয় ব্যান্ড এলআরবি, বাউলশিল্পী সফি মÐল, অভিনেত্রী বাঁধন, সঙ্গীতশিল্পী সজল এবং মডেল নায়লা নাঈমের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এসবিএসের প্রেসিডেন্ট মো. সাহিদুজ্জামান।
রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর এই উন্নয়নে বিশেষ অবদান রাখছেন প্রবাসী বাঙালিরা। আজ আমাদের কয়েক বিলিয়ন রিজার্ভ রয়েছে যার কৃতিত্বের দাবিদার আপনারা প্রবাসীরা তাই আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন