শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন মারা গেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১১:৫০ এএম

আশির দশকে সাড়া জাগানো সিনেমা ‘সুরুজ মিয়া’-র পরিচালক কাজল আরেফিন আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সুরুজ মিয়া সিনেমার নায়ক ও অভিনয়শিল্পী তারিক আনাম খান।

তিনি বলেন, 'অসম্ভব গুণী একজন পরিচালক ছিলেন কাজল আরেফিন। তার মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তার আত্মা শান্তিতে থাকুক।'

জানা গেছে, দীর্ঘ দিন ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন কাজল আরেফিন। গত মার্চে তিনি স্ত্রীকে নিয়ে দেশে আসেন।

১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। তার পরিচালনায় ‘সুরুজ মিয়া’ সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পায়। সিনেমাটিতে তারিক আনাম খানের নায়িকা ছিলেন রোজিনা। এছাড়া অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা।

‘সুরুজ মিয়া’ ছাড়াও বাংলাদেশের বিখ্যাত বেশ কিছু চলচ্চিত্রের সঙ্গে কাজল আরেফিনের নাম জড়িত। এগুলোতে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে- ‘সূর্য দীঘল বাড়ি’, ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’র মতো বিখ্যাত চলচ্চিত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন