ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে তারকারা তাদের ব্যক্তিগত অনুভূতি ও কাজের খবরা-খবর ভক্ত এবং ফলোয়ারদের সাথে শেয়ার করে থাকেন। তারাও পছন্দের তারকার আপডেট জানতে চান। আমাদের শোবিজের প্রায় প্রত্যেক তারকারই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে। তবে এদের মধ্যে মাত্র দুইজনের ফেসবুকে এক কোটি ফলোয়ার রয়েছে। এর মধ্যে রয়েছেন হানিফ সংকেত ও চিত্রনায়িকা পরীমনি। তবে এবার এক কোটি ফলোয়ারের তালিকায় তৃতীয়জন হিসেবে যুক্ত হয়েছেন নাট্যাভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার ফেসবুকে ফলোয়অরের সংখ্যা এখন এক কোটি। গত সপ্তাহে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। তার এই ফলোয়ার সংখ্যা হতে সময় লেগেছে ১১ বছর। ২০১১ সালের ১১ মার্চ ফেসবুক পেজটি চালু করার পর ধীরে ধীরে তার ফলোয়ার বাড়তে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন