অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ইনস্টাগ্রামে তার বিভিন্ন কথা শেয়ার করেন। এসব কথা নিয়ে সংবাদ পরিবেশন করায় তিনি বেশ বিরক্ত। প্রভা বলেন, আমি যখনই কোনো বিষয়ে পোস্ট দেই, সেটা আমার ব্যক্তিগত বিষয় বলে সংবাদ পরিবেশন করা হয়। একবারও কেউ জানতে চায়নি, সেটা আমার পারসোনাল ইমোশন কিনা? এমন সংবাদে মানসিকভাবে কতটা আহত হই, তারা বোঝে না। এসব দেখে অসুস্থ হয়ে যাচ্ছি। আমি মানসিক শান্তি চাই। আমাকে শান্তি দিন। প্রভা বলেন, আমি ভালো উক্তি সংগ্রহ করে পোস্ট ও ছবির ক্যাপশনে সেগুলো ব্যবহার করি। যখনই কোনো বিখ্যাত উক্তি দেখি, সেটা সংগ্রহে রাখি। উক্তিগুলো প্রকাশ করতে ভালোবাসি। কিন্তু অনেকেই সেটা আমার ব্যক্তিগত বিষয় বলে সংবাদ প্রকাশ করে। এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, আমি সংবাদ চাই না। আমার সংবাদের কোনো প্রয়োজন নেই। আমি কিছু লিখলেই কেন সংবাদ হবে? কেন আমার ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে? তাহলে কি আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারব না? আমি ভালো থাকতে চাই। আমাকে ভালো থাকতে দিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন