শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নারী জেমস বন্ডের প্রয়োজনীয়তা দেখেন না আনা দে আরমাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

জেমস বন্ড চরিত্রকে ড্যানিয়েল ক্রেইগের বিদায় জানাবার পর সবার কৌতূহল সিরিজটির নিয়তি কী, চরিত্রটি আগামীতে কোন অভিনেতা করবেন, এবারের বন্ড কি নারী রূপে আবির্ভূত হবে বা চরিত্রটি কি কৃষ্ণাঙ্গ হয়ে যাবে? কিউবায় জন্মগ্রহণকারী মার্কিন অভিনেত্রী আনা দে আরমাস বিশেষ করে মনে করেন, নারী বন্ডের কোনও প্রয়োজনীয়তাই নেই। আর্মাস সিরিজের শেষ পর্ব ‘নো টাইম টু ডাই’তে রহস্যময়ী পালোমার ভূমিকায় অভিনয় করেছেন। তিনি মনে করেন, বন্ডের নারী হবার চেয়ে সিরিজটি আরও গভীর আরও বস্তুনিষ্ঠ হোক।
দ্য সানকে ক্রেইগের নারী বিকল্প সম্পর্কে বলতে গিয়ে আরমাস বলেন, নারী বন্ডের দরকার নেই। শূন্যস্থান পূরণের জন্য অন্য কারও চরিত্র চুরির প্রয়োজন নেই। এটি একটি উপন্যাস, তা থেকে এই দুনিয়ার সৃষ্টি, সে আছে কল্পনার এক মহাবিশ্বে। বন্ড পুরুষ হিসেবে থাকবে, তবে তা হবে ভিন্নভাবে। একেবারে পাল্টে না ফেললে তা করলেই আকর্ষণীয় হবে বলে আমার বিশ্বাস।
আরমাসের ভক্তরা তার চরিত্র পালোমাকে নিয়ে একটি স্পিন-অফ ফিল্মের কল্পনা করছে সামাজিক মাধ্যমে এই প্রসঙ্গে এনেছে অনেক ভক্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন