শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কী আর করা, ফেসবুকেই নায়িকা হয়ে ঘুরি-নূতন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

চিত্রনায়িকা নূতন বরাবরই স্পষ্টভাষী। যা বলেন, সরাসরি বলেন। কোনো রাখঢাক করেন না। তিনি এখন অভিনয়ে অনিয়মিত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত। চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন স্পষ্ট ভাষায়। বলা যায়, তার কথাবার্তা ফেসবুক থেকেই জানা যায়। সম্প্রতি তিনি তার ফেসবুকের এক পোস্টে আক্ষেপ নিয়ে বলেছেন, সবাই সত্য কথা বলবেন? এখনকার সুপারস্টার নায়িকাদের চেয়ে কি আমি দেখতে খারাপ? আমরা যদি ঠিকমতো মাঠে নামলে, এখনকার সব ফিল্মের প্লেয়ার সাইডে চলে যাবে। তিনি লিখেন, ভাগ্য খারাপ যে, আমাদের উপর নির্ভর করে গল্প হয় না। মা আর খালাতেই সীমাবদ্ধ। কী আর করার, ফেসবুকেই নায়িকা সেজে ঘুরি! উল্লেখ্য, নূতন চলচ্চিত্রে একজন নৃত্যপটিয়সী নায়িকা হিসেবে পরিচিত। তার নাচ একসময় দর্শক মাতাতো। অভিনয়ে ছিলেন দুর্দান্ত। প্রতিভা থাকা সত্ত্বেও শাবানা-ববিতাদের ভিড়ে অনেকটা আড়ালে পড়ে থাকতেন। তারপরও তার সিনেমার সংখ্যা প্রায় তিন শতাধিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন