শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে ১৬৯ জনের শরীরের করোনার নমুনা পরীক্ষা, আক্রান্ত ৭

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৪:০৯ পিএম

১৬৯ জনের শরীরের নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘন্টায় ৭ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (২৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এর আগে ২৪ জুলাই ৬৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে ৩ জনকে আক্রান্ত পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত সবচেয়ে বেশি হয়েছে আড়াইহাজার উপজেলায়। ৪ জন, এরপর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ সদরে একজন করে রয়েছেন। এছাড়া বন্দর ও সোনারগাঁয়ে আক্রান্ত পাওয়া যায়নি।

এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ২ লাখ ৫৬ হাজার ২৮৪ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ২০৯ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজার ৭৭৫ জন ও মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে, ১০ হাজার ৬৮৫ জন। কম আড়াইজাহার উপজেলায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন