একসময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী অনেক দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। ঈদের আগেই তিনি ঢাকা আসেন। এই আসার কারণ তার দুই মেয়ে। শ্রাবন্তী জানান, আমার দুই মেয়ের ইচ্ছা ছিল, এবারের ঈদ তাদের বাবার সঙ্গে করবে। তার বাবার সঙ্গে যোগাযোগ করেই ঈদের আগেই ঢাকা আসা। বাচ্চারা বাবার সঙ্গে ঈদ করতে পেরে খুবই খুশী। আসলে, সন্তানের সুখই বাবা-মায়ের সুখ। দিন শেষে যা কিছুই করিনা কেন, আমরা সন্তানের ভালোর জন্যই নিবেদিত হই। ভবিষ্যতে যাতে তারা একটা নিশ্চিত জীবন পায়, সেদিক বিবেচনা করেই তাদের জীবন পরিচালিত করার চেষ্টা করি। আমিও ঠিক তাই করছি। আমার দুই কন্যা রাবিয়াহ ও আরিশা যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই চেষ্টা করে যাচ্ছি। অভিনয়ে ফিরবেন কিনা, এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, আমি এখন আমার মেয়েদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। সেখানে থেকে অভিনয় করা সম্ভব নয়। তবে এবার ইচ্ছা ছিল দেশে এসে অন্তত একটি নাটকে অভিনয় করি। কিন্তু সময় করে উঠতে পারছি না। সবার সাথে দেখা-সাক্ষাৎ করতে করতেই সময় চলে গেছে। আর প্রচণ্ড গরমে কাজ করাও কঠিন। তাই করা হচ্ছে না। তবে পরেরবার এলে অভিনয়ের জন্য সময় নিয়ে আসবো। এদিকে গত বছর শ্রাবন্তী আমেরিকার নিউইয়র্কের জামাইকাতে অবস্থিত ‘অ্যালেন স্কুল অব হেলথ সাইন্সেস’ থেকে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট কোর্স সম্পন্ন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন