শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কালিয়াকৈরে দিনের বেলায় বাসায় দুর্ধর্ষ চুরি

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ২:৩৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে প্রকাশ্য দিবালোকে এক ক্যাশিয়ারের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ক্যাশিয়ার বাসন্তী আচার্য্যরে বাসায় এ চুরির ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, বাসন্তী আচার্য্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারে বসবাস করেন। মঙ্গলবার সকালে তিনি বাসার দরজায় তালা দিয়ে অফিসে যান। ঐদিন দুপুরে অফিস থেকে বাসায় ফিরে দরজার তালা ভাঙ্গা দেখতে পান। দুর্বৃত্তরা তার অবর্তমানে প্রকাশ্য দিবালোকে বাসার দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।এসময় তারা আলমারির তালা ভেঙ্গে নগদ ৫০হাজার টাকা ও ৫লাখ ৯২ হাজার টাকা মূল্যের ৮ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায়। এঘটনার ৫দিন আগে হাসপাতালের আবাসিক কোয়াটারের সামনে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক লাকী আক্তারের স্বামী মোঃ শরীফ হোসেনের একটি পালসার মটর সাইকেল চুরি হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগতদের কয়েকটি মটর সাইকেল প্রকাশ্য দিবালোকে হাসপাতালের ভেতর থেকেই চুরি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। প্রকাশ্য দিবালোকে চুরি সংঘটিত হওয়ায় হাসপাতালের আবাসিক কোয়াটারে বসবাসরত স্টাফদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় ক্যাশিয়ার বাসন্তী আচার্য্য বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ডিওটি অফিসার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন