ইরান থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান বলেছেন, ইরান থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনা বাড়াতে চায় তুরস্ক। এর মাধ্যমে দু’দেশের সম্পর্ক উন্নয়ন এবং নিজেদের বৃহত্তর জ্বালানি চাহিদা পূরণ করতে চায় তুর্কিরা।
গতকাল তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারকারী ‘টিআরটি হ্যাবার’-কে দেয়া এক সাক্ষাত্কারে দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘ইরান থেকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস ক্রয় বৃদ্ধি করবে তুরস্ক।’ এমন ঘোষণা দেয়ার পর তিনি আরও বলেন, আঙ্কারা এবং তেহরানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন