দীর্ঘদিন বিরতি শেষে নতুন গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী সুমী শবনম। তার গাওয়া ‘ভাল্লাগে’ শিরোনামের গানটি ইতোমধ্যে অভাবনীয় সাড়া জাগিয়েছে। ইউটিউবে মুক্তি পাওয়া গানটি সর্বশেষ খবর পর্যন্ত ২৫ লাখের বেশি ভিউ হয়েছে। সুমি শবনম বলেন, গানের কথাগুলো খুবই ভালো লাগায় গানটি গেয়েছি। গানের কথাগুলো খুবই মজার এবং রিদমিক। গানের কথার সাথে মিল রেখে এর ভিডিও করায় দর্শক-শ্রোতারা উপভোগ করছেন। এতদিন পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘ সময় গান থেকে দূরে থাকতে হয়েছিল। ফিরেই নতুন গানটি করে বেশ সাড়া পাচ্ছি। এখন গান নিয়ে নতুন পরিকল্পনা করছি। নিয়মিত গান করব। গানটি তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়া। তাদের ধন্যবাদ জানাই গানটি দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য। গানটির কথা ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সঙ্গীত পরিচালনা করেছেন সজিব। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নয়ন বাবু ও মম। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। ক্যামেরায় ছিলেন সানি খান, স¤পাদনা ও কালার বিন্যাসে এস এম তুষার ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন