শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হাওয়া সিনেমার সাথে যুক্ত হলেন জয়া আহসান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

পরিচালক মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার। এ চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। ‘হাওয়া’র সাথে নিজের সংশ্লিষ্টতা জানাতে আজ রাতে মাছরাঙা টেলিভিশনে সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন জয়া। ‘হাওয়া আড্ডা’ নামে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। জয়া বলেন, ‘উপস্থাপনা বা সঞ্চালনা নয়, যেহেতু আমি ‘হাওয়া’ চলচ্চিত্র টিমের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি-জানি, সে জায়গা থেকে ক্যামেরার সামনে আড্ডা দিয়েছি; ভীষণ ভালো সময় কেটেছে’। ‘হাওয়া আড্ডা’ অনুষ্ঠানে জয়া আহসানের সঙ্গে আড্ডায় অংশ নিয়েছেন পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুষি, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী. আবহ সঙ্গীত পরিচালক রাশিদ শরীফ শোয়েব ও ‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক আরফান মৃধা শিবলু। জয়া আহসান বলেন, ‘পরিচালক মেজবাউর রহমান সুমনের সাথে আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু কাজ রয়েছে। তাছাড়া চলচ্চিত্রে আমার প্রথম প্রযোজনা ‘দেবী’তে মেজবাউর রহমান সুমনের ফেইসকার্ড প্রডাকশনের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি। সেই কৃতজ্ঞতাবোধ থেকে সুমন ও ফেইসকার্ড যখনই আমাকে ডাকবে, আমি এবং আমার প্রযোজনা সংস্থা সি তে সিনেমা’কে সবসময়ই পাশে পাবে। ‘হাওয়া আড্ডা’ প্রচার হবে আজ ২৮ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন