শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিশ্ব জুনিয়র উশুতে খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ৯:১১ পিএম

বিশ্ব জুনিয়র উশুতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ২ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার ব্যান্টেন রাজ্যের তাংগেরাং শহরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের লো। তাউলু ইভেন্টের চাংকুয়ান, গুনসু, তাইচি কুয়ান ও তাইজি জিয়ান-এই চার বিভাগে খেলবেন বিশে^র সেরা জুনিয়র উশুকারা। বাংলাদেশ অংশ নেবে সবগুলো ইভেন্টেই। এ উপলক্ষ্যে আগষ্টে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রতিভা অন্বেষন করবে বাংলাদেশ উশু ফেডারেশন। সেখান থেকে ২০ জনকে এবং বিকেএসপি থেকে ১০ জনকে বাছাই করে আবাসিক ক্যাম্প করা হবে। এ প্রসঙ্গে বুধবার ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘আমরা উপজাতি ও বিকেএসপির খেলোয়াড়দের সমন্বয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্প করে বিশ^ জুনিয়র উশুতে অংশ নেবো। সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ক্যাম্প চলবে নভেম্বরের শেষ অবদি। এই টুর্নামেন্টটি আন্তর্জাতিক উশু ফেডারেশনের (আইডব্লুইউএফ) তালিকাভুক্ত। পদক জয়ের লক্ষ্যেই আমরা ইন্দোনোশিয়ায় যাবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন